মানকরের মল্লিক পাড়ার বাসিন্দা সংবাদপত্র বিক্রেতা মেঘনাথ সাঁতরার কর্মজীবন শুরু হয় ভোর পাঁচটা থেকে। কাকভোরে খবরের কাগজ সংগ্রহ করে তা বেলা গড়ানোর আগেই বাড়ি বাড়ি দেশ বিদেশের খবর পৌঁছে দেওয়া। খবরের কাগজ বিক্রির সঙ্গে মেঘনাথবাবুর আছে ছবি আঁকার নেশা। কিন্তু ছবি এঁকে সেভাবে সুনাম অর্জন করতে পারেননি। কিন্তু তাই বলে তিনি ছবি আঁকা ছেড়েও দেননি। নিজের সখকে আগলে ধরে নিজের বাড়ির দেওয়ালকে পরিণত করেছেন কল্পনার ক্যানভাসে। আর সেই ক্যানভাসের বুকে মেঘনাথবাবু রং আর তুলির আঁচড়ে এঁকেছেন নানান চিত্র। সমসাময়িক বিভিন্ন ঘটনাবলীর চিত্রও সেখানে তুলে ধরেন।
সম্প্রতি করোনা আবহে করোনা মোকাবিলায় লকডাউনে বাড়িতে থাকার বার্তা দিয়ে গ্রামবাসীদের করোনার ভয়াহবতা নিয়ে সচেতনতার ছবি এঁকে সচেতন করছেন। বাড়ির দেওয়ালে এবং খবরের কাগজ বিক্রি করার জন্য ব্যবহৃত সাইকেলের সামনে সচেতনতার বার্তা সহ আঁকা ছবি সহ মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে ভোর থেকে বাড়ি বাড়ি খবরের কাগজ দেওয়ার সঙ্গে সঙ্গে খবরের কাগজের গ্রাহকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন এবং লক ডাউনে বাড়িতে থাকার আবেদন করছেন। মেঘনাথবাবুর এই সচেতনতার প্রচার দেখে বিস্মিত সকলেই।