করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়াতে প্রস্তুত পূর্বরেল। পূর্বরেলের বর্ধমান জংশনের ৭ নং প্ল্যাটফর্মে করোনা মোকাবিলায় বিশেষভাবে পরিবর্তন করা যাবতীয় প্রয়োজনীয় সুবিধা সহ হাজির ১০ কামরার আইসোলেশন ট্রেন। প্রস্তুত ডাক্তার নার্স সহ স্বাস্থ্য কর্মীরাও। দেশব্যাপী লকডাউনের জেরে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ। খাঁ খাঁ করছে গোটা স্টেশন চত্বর। স্টেশন জুড়ে নিস্তব্ধতার মধ্যেই হাজির দশ কামরার আইসোলেশন ট্রেন।
কোচের ভিতর আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে। মূলত ট্রেনের স্লিপার ক্লাস কামরা গুলোকেই আইসোলেশন ওয়ার্ডে পরিণত করা হয়েছে। কামরার মিডল বার্থ গুলিকে খুলে দেওয়া হয়েছে।প্রতিটি বার্থের বাইরে পর্দা এবং সাইড লোয়ার বার্থের জায়গাতে অক্সিজেন সিলিণ্ডার রাখার বন্দোবস্ত করা হয়েছে। হাই ভোল্টেজ ভেন্টিলেশন মেশিনের জন্যে আলাদা করে সুইচ ও প্লাগ বোর্ড লাগানো হয়েছে। এমনকি ডাক্তার ও নার্সদের জন্য আলাদা জায়গা করা হয়েছে। প্রতিটি কোচে ৮ টি করে বেড আছে। কামরার একটি করে শৌচালয়কে স্নানঘরে পরিণত করা হয়েছে।
পূর্ব রেলের সিপিআরও জানিয়েছেন, ৩৩৮ টি কোচকে প্রোটোটাইপ আইসোলেসন কোচ তৈরি করা হচ্ছে। তার মধ্যে ৩১১ টি তৈরি করা হয়ে গেছে।হাসপাতালের আইসোলেসন সেন্টারে যেরকম মেডিকেল ফেসিলিটি থাকে সেই রকম মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়েছে। বর্তমানে বিভিন্ন জায়গায় কোচ গুলিকে রেখে দেওয়া হচ্ছে। যখন যেখানে দরকার পড়বে সেখানে পাঠানো হবে কোচগুলি।