করোনা সংক্রমণ এড়াতে বেশিরভাগ মানুষ যখন গৃহবন্দি, তখন হাতির হানায় আতঙ্ক ছড়াল পূর্ব বর্ধমানে। শনিবার সকাল থেকেই পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের খেঁজুরহাটি, ওয়াঁরি, নিশ্চিন্তপুর সহ আশপাশের গ্রামগুলির ধান জমি দাপিয়ে বেড়াচ্ছে দুুটো দাঁতাল। গ্রামবাসীদের সূত্রে জানা গেছে, শনিবার ভোরে বাঁকুড়ার পাত্রসায়রের দিক থেকে এই হাতি দু’টি খণ্ডঘোষ এলাকায় ঢুকেছে। করোনার আবহে হাতির হানায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।

খবর পেয়ে বনদফতরের হুলা পার্টি হাতি তাড়াতে মাঠে নেমে পড়ে। বনদফতর সূত্রে জানা গেছে, গতকাল রাত থেকেই হাতি ঢুকে পড়ার খবর ছিল। হাতি তাড়াতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়। পানাগড়, বর্ধমান রেঞ্জের ফরেস্ট অফিসার সহ হুলা পার্টির কর্মীরা নেমে পড়েন হাতি তাড়াতে। যদিও এখনও পর্যন্ত জনবসতির কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। তবে কিছু ধান জমির ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে বলেই প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। এদিকে, গ্রামে হাতি ঢোকার খবরে এই লকডাউন অবস্থাতেও প্রচুর মানুষ রাস্তায় বেরিয়ে পড়েন। প্রশাসনের পক্ষ থেকে মানুষকে ঘরে থাকার আবেদন জানানো হয়েছে।

Like Us On Facebook