করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধের নির্দেশ দিয়েছেন। ফলে, রাজ্যের বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির কর্তৃপক্ষও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নোটিস দিয়েছেন। দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির ক্যাম্পাসও খালি করে দেওয়ার নির্দেশ দিল এনআইটি কর্তৃপক্ষ। করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় আগাম সতর্কতা অবলম্বন করতে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে এনআইটির ছাত্রছাত্রীরা জানান। যদিও যে সব রাজ্যে করোনা ভাইরাস সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে সেই সব রাজ্যের ছাত্রছাত্রীদের অবশ্য এনআইটি কর্তৃপক্ষ এনআইটি ক্যাম্পাসেই থাকার নির্দেশ দিয়েছে বলে জানা গেছে। শনিবার এনআইটি কর্তৃপক্ষ বন্ধের নির্দেশ জারি করতেই এনআইটি থেকে পড়ুয়ারা নিজ নিজ বাড়ি ফিরে যেতে শুরু করেন। এদিকে রাজ্য সরকারের নির্দেশে ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নোটিশ জারি হতেই দুর্গাপুরের বিভিন্ন স্কুল, কলেজ বন্ধ করার তৎপরতা শুরু করেছে। যদিও উচ্চ মাধ্যমিক পরীক্ষা যথারীতি চলবে বলে জানা গেছে।
করোনা সতর্কতায় বন্ধ হয়ে গেল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষাও। শনিবারই গোটা রাজ্য জুড়ে সরকারী স্কুল, কলেজ ও সরকার পোযিত স্কুল কলেজগুলিতে এই নির্দেশিকা এসে পৌঁছেছে। আর তারপরই উদ্ভূত পরিস্থিতি নিয়ে শনিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক বসে। জরুরী এই বৈঠকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নানান বিষয়ের পাশাপাশি করোনা সংক্রান্ত সরকারী নির্দেশনামা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাইচন্দ্র সাহা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী এদিন যে নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী তাঁরা এদিন সিদ্ধান্ত নিয়েছেন আগামী ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। বন্ধ থাকছে সমস্ত পরীক্ষাও। ৩১ মার্চের পর সরকারী সিদ্ধান্ত অনুযায়ী তাঁরা পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করবেন। একইসঙ্গে জানিয়ে দেওয়া হবে পরবর্তী পরীক্ষাসূচিও। উপাচার্য জানিয়েছেন, এদিনই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীন সমস্ত কলেজগুলিকে এই নির্দেশ কার্যকরী করতে বলা হয়েছে। পাশাপাশি এদিনই সমস্ত হোস্টেলগুলিকে খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিভাগ, সব ক্লাস বন্ধ থাকলেও শুধুমাত্র উপাচার্যের অফিস, অর্থদফতর ও পরীক্ষা নিয়ামকের অফিস খোলা থাকবে।