.

গত দু’বছরে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন থানা এলাকা থেকে খোয়া যাওয়া প্রায় ১০০ মোবাইল ফোন উদ্ধার করে ফোনের মালিকদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করল জেলা পুলিশ। শুক্রবার পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার ভাস্কর মুখার্জী হারিয়ে যাওয়া বেশ কিছু মোবাইল ফোন মোবাইলের মালকিদের হাতে তুলে দিলেন। এছাড়াও চুরি হয়ে যাওয়া যে সব মোবাইল ফোন পুলিশ উদ্ধার করেছে সেগুলি আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফোনের সঠিক মালিকের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। কয়েক মাস আগে জেলা পুলিশ ৫৮টি উদ্ধার হওয়া মোবাইল ফোনের মালিকদের হাতে তুলে দিয়েছিল। আজ খোয়া যাওয়া মোবাইল ফোন ফের ফিরে পেয়ে খুশির কথা জানালেন ফোনের মালিকরা।

Like Us On Facebook