মানসিক অবসাদের শিকার হয়ে আত্মহত্যা উঠতি অভিনেত্রীর। নিজের পছন্দের কাজ না পেয়ে ওই অভিনেত্রী অবসাদে ভুগছিলেন বলে জানা গেছে। রবিবার বর্ধমানের মোহনবাগে নিজের বাড়িতে সিলিং ফ্যানে ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। অভিনেত্রীর নাম সুবর্ণা যশ। তাঁর বয়স মাত্র ২৩ বছর। তিনি বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস স্কুলের ছাত্রী ছিলেন। পরে তিনি কলকাতায় মডেলিং কোর্স করতে যান। তাঁর বাবা একটি নার্সিংহোমের ম্যানেজার।
পরিবার সূত্রে জানা গেছে, কলকাতায় মডেলিং শিখে মডেলিংয়ে কিছু কাজ করার পর সুবর্ণা টলিপাড়ায় অভিনেত্রী হিসেবে কাজের সুযোগ পান। তিনি মডেলিংও করতে থাকেন। পাশাপাশা বেশ কিছু সিরিয়ালে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে থাকেন। মেগা সিরিয়াল সহ বিভিন্ন বাংলা সিরিয়ালে ভাল রোল পাওয়ার চেষ্টা চালাচ্ছিলেন। কিছু সিরিয়ালে জায়গা পেলেও তিনি তাঁর পছন্দের রোল পাচ্ছিলেন না। অভিনয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারায় মানসিক অবসাদে ভুগছিলেন। গত কয়েক মাস ধরে তাঁর পরিবারের লোকজন তাঁকে বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য নিয়ে যান। রবিবার তিনি বাড়িতে একাই ছিলেন। সেই সময় সিলিং ফ্যানে ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। প্রতিভাময়ী উঠতি এই অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পাড়ায়।