.

আগামী ২ থেকে ১০ ফেব্রুয়ারি বর্ধমানের কাঞ্চননগরে অনুষ্ঠিত হতে চলেছে ১২তম কাঞ্চন উৎসব। এই উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে আসছেন বলিউডের দুই খ্যাতনামা অভিনেতা রবিনা ট্যান্ডন ও সুনীল শেট্টি। বৃহস্পতিবার বর্ধমানের কাঞ্চননগরে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই উৎসব কমিটির সভাপতি প্রাক্তন কাউন্সিলার খোকন দাস জানিয়েছেন, এবারে উৎসবের বাজেট ৩০ লক্ষ টাকা। ৯ দিনের এই উৎসবে বলিউডের এই দুই শিল্পী ছাড়াও কৈলাশ খের, সনু নিগম, আদনান সামি সহ অন্যান্য নামকরা গায়ক-গায়িকারা। উৎসবের মধ্যেই ৪ ফেব্রুয়ারি কঙ্কালেশ্বরী কালীমন্দির এলাকায় তৈরি হওয়া বৃদ্ধাশ্রমের উদ্বোধন হবে বলে এদিন তিনি ঘোষণা করেন।

Like Us On Facebook