বুধবার সকালে বর্ধমানের রথতলা এলাকায় জাতীয় সড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনের মৃত্যু হয়েছিল। রথতলার ওই দুর্ঘটনাস্থল থেকে মাত্র কয়েকশ মিটার দূরে বৃহস্পতিবার দুপুরে আবার এক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু হয় এবং ১ জন গুরুতর আহত হয়ে বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ বর্ধমানে গাড়ির সার্ভিসিং করিয়ে হুণ্ডাই গাড়িটি নিয়ে বাড়ি ফিরছিলেন সুদীপ্ত পাল ও সৌরভ মণ্ডল। বর্ধমানের রথতলার কাছে লাকুর্ডি এলাকায় গাড়িটির সামনের চাকা ফেটে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনাস্থলেই মারা যান সৌরভ মণ্ডল (২২)। সোরভের বাড়ি তারকেশ্বর। এই ঘটনায় গুরুতর আহত হন সুদীপ্ত পাল। তাঁকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।
Like Us On Facebook