.

অন্ডালের ছোড়া গ্রামে একটি গাছের ডাল থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল সোমবার। মৃতের নাম পরিতোষ বাউরি (২৫)। পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। এলাকায় পরিতোষের যথেষ্ট সুনাম ছিল বলে জানা গেছে। কিন্ত পরিতোষকে সোমবার সকালে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয় লোকজন হতবাক হয়ে যান। স্থানীয় মানুষ পুলিশকে খবর দিলে অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয় মানুষ রহস্যময় এই মৃত্যুর তদন্তের দাবি জানান।

Like Us On Facebook