জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা স্করপিওর। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের বেচারহাট মোড়ে। ঘটনায় মৃত্যু হয় স্করপিওর দুই আরোহীর। গাড়িতে এবং মৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া বিভিন্ন নথি থেকে জানা গেছে, মৃতদের বাড়ি দুর্গাপুরে এবং তাঁদের নাম নিতাই হাজরা ও পিন্টু কুমার পান।
স্থানীয়রা জানিয়েছেন, কয়েকদিন আগে দুর্ঘটনাগ্রস্ত হওয়ার পর থেকে পাথর বোঝাই ট্রাকটি বেচারহাট মোড়ে দাঁড়িয়েছিল। এদিন সকালে দুর্গাপুর থেকে কলকাতার দিকে যাওয়ার পথে জাতীয় সড়কের উপর বর্ধমানের বেচারহাট মোড় এলাকায় হঠাৎই স্করপিওটির সামনের চাকা ফেটে যায়। ফলে স্করপিওটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে স্করপিওটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। পুলিশ এবং স্থানীয় মানুষজন স্করপিওর চালক ও অপর আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বর্ধমান হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা দু’জনকেই মৃত ঘোষণা করে।