.
শবযাত্রীদের গাড়ি আটকে মারধরের অভিযোগ উঠল পালশিট টোলপ্লাজার কর্মীদের বিরুদ্ধে। জানা গেছে, শনিবার দুপুরে শবযাত্রীরা মৃতদেহ নিয়ে দুটো গাড়িতে কলকাতা থেকে বেনারস যাচ্ছিলেন। মৃতদেহের গাড়ি টোলপ্লাজা পার হয়ে যাওয়ার পর সঙ্গে থাকা অন্য চারচাকা গাড়িটি টোল দিতে থামে। অভিযোগ, টোল ট্যাক্সের জন্য টাকা দেওয়া সত্ত্বেও তাঁদের রসিদ না দিয়ে পাশে গাড়ি দাঁড় করিয়ে অপেক্ষা করতে বলা হয়। যাত্রীরা তার প্রতিবাদ করলে টোল প্লাজার কর্মীরা তাঁদের ওপর চড়াও হয়, চালককে মারধর করে, গাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। এরপর যাত্রীরা মেমারি থানায় অভিযোগ দায়ের করলে ঘটনায় জড়িত থাকার অভিযোগে টোল প্লাজার এক কর্মীকে গ্রেফতার করে পুলিশ। যদিও টোলপ্লাজা কর্তৃপক্ষ মারধর বা ভাঙচুরে তাদের কেউ জড়িত নয় বলে দাবি করেছেন।
Like Us On Facebook