আগামী শনি ও রবিবার ছট পুজোকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তার আয়োজন করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ এবং ছটপুজো সমন্বয় কমিটি। বুধবার ছটপুজোর জন্য বর্ধমানের দামোদর নদের সদরঘাট এলাকা ঘুরে দেখলেন জেলা পুলিশ সুপার সহ জেলা পুলিশের আধিকারিকরা। বুধবার জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে ছিলেন ডিএসপি, এসডিপিও, সিআই এবং কয়েকটি থানার আইসি ও ওসিরাও।

উল্লেখ্য, বর্ধমান শহরের ২৭ টি ছটপুজো কমিটির সঙ্গে মঙ্গলবার বৈঠক করেন সদরঘাট ছটপুজা ওয়েলফেয়ার সমিতি। বর্ধমান শহরের মেহেদিবাগান রামাশীষ হিন্দি উচ্চবিদ্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বর্ধমান থানার আইসি পিন্টু সাহা, সংগঠনের সভাপতি শম্ভুনাথ দাস, সম্পাদক নেপাল রাউৎ, চেয়ারম্যান গিরিজা শঙ্কর গুপ্তা, রাজেশ সাউ সহ অন্যান্য সদস্যরা। সমিতির চেয়ারম্যান গিরীজা শঙ্কর গুপ্তা জানিয়েছেন, দীর্ঘ কয়েক বছর ধরেই সদরঘাটে দামোদর নদীতে ছটপুজো করতে অসংখ্য মানুষ আসেন। তাঁদের যাতে কোনও সমস্যা না হয় সেই বিষয়ে কাজ করে সদরঘাট ছটপুজো সমিতি। যাঁরা পুজো দিতে আসেন তাঁদের পাশাপাশি বহু মানুষ সমবেত হন সদরঘাট এলাকায় ছটপুজো দেখতেও। তিনি জানিয়েছেন, এবছর ছটপুজোকে কেন্দ্র করে কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এলাকা পরিষ্কার করা, ব্যারিকেড তৈরি, ওয়াচ টাওয়ার তৈরি এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গিরীজা প্রসাদ জানিয়েছেন, ২ নভেম্বর বিকেল থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২ লক্ষেরও বেশি মানুষ সদরঘাটে উপস্থিত হন। দু’চাকার গাড়ি ছাড়াও ছোট-বড় প্রায় আড়াই হাজার গাড়ি এখানে আসে। সমস্ত সমস্যার মোকাবিলা করার জন্য পুলিশ কর্মীদের পাশাপাশি তাঁদের ২০০ জন স্বেচ্ছাসেবক এবং ১৫০ এনসিসি সদস্য সদরঘাটে উপস্থিত থাকেন। তিনি জানিয়েছেন, সদরঘাট ছাড়াও বর্ধমান শহরের ২২ টি পুকুর ও বাঁকা নদীর ১০-১২ টা ঘাটে ছটপুজো হয়ে থাকে।

পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার ভাস্কর মুখার্জী জানিয়েছেন, ছটপুজোর দিন সদরঘাটে নিরাপত্তা এবং যানজট নিয়ন্ত্রণের বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তাই এদিন এলাকা পরিদর্শন করা হল। বড় এবং ছোট গাড়ির জন্য আলাদা পার্কিং ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছোট গাড়ির জন্য করা হচ্ছে ওয়ান ওয়ে। ওয়াচ টাওয়ার করা হচ্ছে। দামোদর নদীর গভীর এলাকায় যাতে কেউ না যেতে পারে সেটা রুখতে ব্যারিকেড তৈরি করা হচ্ছে। বিপর্যয় মোকাবিলা দফতরের প্রতিনিধিরাও ওই দুই দিন সদরঘাটে উপস্থিত থাকবেন।

Like Us On Facebook