.

তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ দলীয় কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার বিজেপির। পূর্ব বর্ধমানের মির্জাপুরের নতুনপল্লীর ঘটনা। জানা গেছে, মাস তিনেক আগে মির্জাপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের এই কার্যালয়ের উদ্ধোধন হয়। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, পার্টি অফিসে লাগানো তাদের দলীয় পতাকা খুলে দিয়ে বিজেপির পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি দিদিকে বলোর মোবাইল নম্বরে কাদা লেপে দেওয়া হয়েছে। বিজেপির স্থানীয় নেতৃত্ব তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

Like Us On Facebook