কালনার পূর্বস্থলী থানার ছোট কাইবাতি, বারোর পাড়া, ছাতনি মোড়, মহাদেবপুর এলাকায় গত দু’দিনে প্রায় ৪০ জন কুকুরের কামড় খেয়েছেন। কুকুরের আতঙ্কে দুয়ারে খিল দিয়ে রাখতে হচ্ছে কালনার ওই সব এলাকার বাসিন্দাদের। স্থানীয় সূত্রে জানা গেছে একটি পাগলা কুকুর কয়েকদিন ধরে ওই সব এলাকায় তাণ্ডব চালাচ্ছে। সাধারণ মানুষ পথে বেরোতে ভয় পাচ্ছেন। কুকুরের কামড়ে জখম হয়েছে হলদিপাড়ার প্রথম শ্রেণির ছাত্র বিশু কোলে ছাড়াও শুভ বাগ, শুভজিত কোলে, সন্দীপ কোলে সহ আরও অনেকে। কুকুরের কামড়ে আহতদের চিকিৎসা চলছে প্রতাপনগর ও কাটোয়া হাসপাতালে। স্থানীয় বাসিন্দারা জানান কুকুরটি মানুষ দেখলেই কামড়াচ্ছে।
Like Us On Facebook