.
বুধবার আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে অন্ডালের দুবচুড়িয়ায় এয়ারপোর্ট ট্রাফিক গার্ড অফিসের উদ্ধোধন করা হয়। ট্রাফিক গার্ড অফিসের উদ্ধোধন করেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পদস্থ কর্তারা। এই অনুষ্ঠান উপলক্ষে এদিন পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিং দুর্গা পুজোর প্রাক্কলে দুস্থ মানুষজনদের বস্ত্র বিতরণ করেন এবং দুঃস্থদের চিকিৎসায় আর্থিক সহায়তা করেন। এদিন এই অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়। স্থানীয় মানুষের জমায়েতে অনুষ্ঠানটি অন্যমাত্রা পায়।
Like Us On Facebook