বিশ্বকর্মা পুজোর দিন প্রকাশ্যে এল ভগবান বিশ্বকর্মার নামে আধার কার্ড। বুধবার শিল্পকর্মের দেবতা বিশ্বকর্মার নামে তৈরি হওয়া আধার কার্ডের দেখা মিলল বর্ধমানের লোকো ডিজেল সেডের পুজোয়। লোকো ডিজেল সেডের বিশ্বকর্মা পুজোর প্যাণ্ডেল এবার আধার কার্ডের অনুকরণে। বর্ধমানের লোকো ডিজেল শেড এলাকায় রেলের মেজর সেকশন ইলেকট্রিক্যাল দফতরের বিশ্বকর্মা পুজোয় প্যাণ্ডেল করা হয়েছে আধার কার্ডের অনুকরণে।

সংশ্লিষ্ট দফতরের সিনিয়র অফিসার স্বপন কুমার মাঝি জানিয়েছেন, বর্তমান সময়ে প্রত্যেকটি মানুষকে সমস্ত কাজেই ব্যবহার করতে হচ্ছে আধার কার্ডকে। তাই প্রত্যেকেরই আধার কার্ড থাকা দরকার। আধার কার্ডের এই প্রয়োজনীয়তার বিষয়ে মানুষকে সচেতন করতেই এই প্যাণ্ডেল তৈরির পরিকল্পনা। ইতিমধ্যেই আধার কার্ডের এই প্যাণ্ডেলকে ঘিরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। প্যাণ্ডেল দেখতে উপচে পড়ছে ভিড়। আস্ত একটি আধার কার্ড। সেই আধার কার্ডে নাম রয়েছে শ্রী শ্রী বিশ্বকর্মা। ঠিকানা বর্ধমান ডিজেল শেড মেজর সেকশন ইলেকট্রিক্যাল পশ্চিমবঙ্গ, ইষ্টার্ণ রেলওয়ে হাওড়া। জন্মতারিখ হিসাবে লেখা হয়েছে ১৮ সেপ্টেম্বর ২০১৯। মজার এই প্যাণ্ডেল দেখতে স্বাভাবিকভাবেই দর্শকদের উৎসাহ চুড়ান্ত। স্বপনবাবু জানিয়েছেন, শুধু আধার কার্ডই নয়, এই পুজোকে ঘিরে বিশ্ব উষ্ণায়ণ, পথ নিরাপত্তা প্রভৃতি বিষয়কেও মডেল হিসাবে তুলে ধরা হয়েছে। এরই পাশাপাশি বিভাগীয় কর্মীদের ছেলেমেয়েদের নিয়ে ক্যুইজ, অঙ্কন, সাংস্কৃতিক প্রতিযোগিতার পাশাপাশি খিচুরি খাওয়ানোর ব্যবস্থাও রাখা হয়েছে।

Like Us On Facebook