বর্ধমান শহরের পীরবাহারাম এলাকার নবম শ্রেণির ছাত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য বিজ্ঞানীদের সঙ্গে আগামী ৭ সেপ্টেম্বর ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, ইসরোর বেঙ্গালুরু কন্ট্রোল সেন্টারে চন্দ্রযান ২-এর চাঁদে অবতরণের লাইভ স্ক্রিনিং দেখার সুযোগ পেলেন। জানা গেছে, সারা দেশের ৬০ জন পড়ুয়া প্রধানমন্ত্রীর সঙ্গে চন্দ্রযান ২-এর চাঁদে অবতরণ দেখার সুযোগ পেয়েছেন।

বর্ধমানের বেলগ্রামস্থিত দিল্লি পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্রী ইউসরা আলম এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার সুযোগ পেয়েছেন। দেশের বিভিন্ন রাজ্যের ৬০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে দু’জন এই সুযোগ পেয়েছেন। তার মধ্যে একজন হলেন ইউসরা। ইতিপূর্বে ইসরো অষ্টম থেকে দশম শ্রেণীর পড়ুয়াদের মধ্যে অনলাইনে ‘স্পেস ক্যুইজ’ প্রতিযোগিতার আয়োজন করেছিল। স্কুল থেকে সেই প্রতিযোগিতার কথা জানতে পেরে অংশ নিয়েছিলেন ইউসরা। এই অনলাইন ক্যুইজ প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ থেকে অংশ নেওয়া পড়ুয়াদের মধ্যে প্রথম হওয়া দু’জনকে চন্দ্রযান ২-এর চাঁদে অবতরণের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার জন্য ই-মেলে আমন্ত্রণ পাঠায় ইসরো। ৬ সেপ্টেম্বর দুপুর ২টোর মধ্যে একজন অভিভাবককে সঙ্গে নিয়ে বেঙ্গালুরু পৌঁছে ইসোরোর কন্ট্রোল সেন্টারে রিপোর্ট করতে বলা হয়েছে ইউসরাকে। তাঁদের যাতায়াত এবং থাকা-খাওয়ার যাবতীয় খরচ বহন করবে ইসরো।

ইউসরা বলেন, ‘ইসরোর এই ক্যুইজ নিয়ে আমি এবং আমার বন্ধু-বান্ধবরা খুবই আগ্রহী ছিলাম। শেষমেশ প্রধানমন্ত্রীর সঙ্গে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার জন্য নির্বিচিত হওয়ার ই-মেল পেয়ে আমি শিহরিত। এটা আমার কাছে একটা বিরাট সুযোগ। আমার স্কুল এবং বন্ধু-বান্ধবরাও দারুণ খুশি।’

সৌজন্যে, ইসরো
Like Us On Facebook