মুখ্যমন্ত্রীর জেলা সফর উপলক্ষে শুক্র, শনি ও রবিবার সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের। শুক্রবার জন্মাষ্টমী ছাড়াও শনি ও রবিবার সরকারি ছুটি। এদিকে, ২৬ আগস্ট মুখ্যমন্ত্রী জেলা সফরে বর্ধমানে আসছেন। সেদিনই বর্ধমানে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। অফিস খোলা রাখার সিদ্ধান্ত ইতিমধ্যেই নোটিশ করে জেলা প্রশাসনের সমস্ত দফতরে জেলাশাসকের তরফে জানানো হয়েছে।
উল্লেখ্য, ২৬ অগাস্ট বর্ধমান জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমান সফরে মুখ্যমন্ত্রীর দুটি কর্মসূচি রয়েছে। প্রথমে বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন। এরপর বর্ধমান পুলিশ লাইনের মাঠে জনসভা করবেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়ার পাশাপাশি একাধিক প্রকল্পের শিলান্যাসও করতে পারেন মুখ্যমন্ত্রী। ওই দিন তিনি বর্ধমান শহরেই থাকবেন।