মোটা টাকা কাটমানি নিয়ে ডিভিসি ক্যনেলের ধারে সরকারি জমি দখল দেওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েত সদস্যার স্বামী তথা দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের বৈকুন্ঠপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গোঁসাই পাড়ার ঘটনা।
অভিযোগ, এলাকার তৃণমূল নেতা প্রভাত মাঝির বিরুদ্ধে। তিনি বৈকুন্ঠপুর এক নম্বর পঞ্চায়েতের সদস্যা টুম্পা মাঝির স্বামী। টাকা নিয়ে সরকারি খাস জমি বেআইনি ভাবে দখল দিয়েছেন এমনটাই এলাকাবাসীর অভিযোগ। সেখানে ইতিমধ্যে বাড়ি তৈরিও শুরু হয়ে গেছে। এমনকি ক্যানেল কেটে দেওয়া হচ্ছে যার ফলে চাষের ক্ষতি হবে বলে অভিযোগ। রবিবার এলাকার মানুষজন তৈরি হওয়া একটি বাড়ির কাজ বন্ধ করে দেন। এরপর তাঁরা ওই তৃণমূল নেতার বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান টাকা ফেরতের দাবি জানিয়ে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। সেই সময় ওই তৃণমূল নেতা বাড়িতে ছিলেন না । পরিবারের সদস্যদের সঙ্গে এলাকাবাসীদের বচসা বাধে।
পরিস্থিতি সামাল দিতে এলাকায় পৌঁছায় পুলিশ বাহিনী। ওই পঞ্চায়েত সদস্যা টুম্পা মাঝি জানিয়েছেন, আদৌ তাঁর স্বামী টাকা নিয়েছেন কি না তাঁরা তা জানেন না। তবু যে অভিযোগ উঠছে সেটা তাঁরা একটি বৈঠকের মাধ্যমে আলোচনা করে মিটিয়ে নেবেন। এলাকাবাসীর দাবি, অবিলম্বে যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাঁদের টাকা ফিরিয়ে দিতে হবে।