কয়লা বোঝাই ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে এক বাইক আরোহীর মৃত্যু এবং দু’জন গুরুতর আহত হলে এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাটি ঘটেছে সোমবার অন্ডালের জামবাদ কোলিয়ারি এলাকায়। মৃত যুবকের নাম বাপ্পা বাউরি (২৪)। খাস কেন্দার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বাইকে করে তিন যুবক যাওয়ার পথে জামবাদ কোলিয়ারি এলাকায় হঠাৎ করে সামনে একটি ডাম্পার চলে আসায় বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাইকটি ডাম্পারের নীচে পড়ে যায়। ফলে বাইক আরোহী বাপ্পা বাউরি ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মারা যান। বাকি দুই বাইক আরোহী গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়। এই ঘটনার পর স্থানীয় মানুষ ক্ষোভে ফেটে পড়ে বিক্ষোভ দেখান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ ডাম্পারটিকে আটক করেছে।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?