১০০ দিনের কাজ সহ গ্রামের উন্নয়নের কাজ গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করে করতে হবে এই দাবিতে পঞ্চায়েতে গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো বিজেপি। পূর্ব বর্ধমানের আউশগ্রামের রামনগর গ্রাম পঞ্চায়েতের ঘটনা।
বিজেপির অভিযোগ, পঞ্চায়েতের ১০০ দিনের কাজের জন্য মাইকিং করে যারা কাজ করতে চান তাঁদের তৃণমূল পার্টি অফিসে এসে নাম নথিভুক্তের জন্য বলা হয়। আপত্তি তুলে বিজেপির পক্ষ থেকে দাবি কারা হয় ১০০ দিনের কাজ সহ গ্রামের যাবতীয় উন্নয়নমূলক কাজের সিদ্ধান্ত গ্রামের ষোলোয়ানার জায়গায় বসে গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করে করা হোক। কিন্তু সেইমতো কাজ না হওয়ায় তাঁরা পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখিয়েছেন বলে দাবি বিজেপি কর্মীদের। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, মাইকিং করে গ্রামষোলোয়ানার জায়গায় আলোচনার কথা বলা হলেও তৃণমূল পার্টি অফিসের কথা বলা হয়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।