পছন্দের জীবন সঙ্গী খুঁজে পেতে আজকের ভরসা ম্যাট্রিমনি সাইট। প্রতিদিন হাজার হাজার মানুষ নিজেরদের প্রোফাইল আপলোড করছেন এইসব সাইটে। আর এর মধ্যেই রয়েছে বিপদের ফাঁদ। ফেক প্রোফাইল খুলে সম্পর্ক তৈরি করে প্রতারণার অভিযোগও কম নয়। ম্যাট্রিমনি সাইটে প্রোফাইল ঘেঁটে বিয়ের প্রস্তাব দিয়ে এক মহিলার বিরুদ্ধে টাকা আদায়ের অভিযোগ করলেন বর্ধমানের এক যুবকের পরিবার। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই মহিলা প্রায় ৬৩ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন বলে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করলেন প্রতারিত যুবকের পরিবার। সাইবার সেলের সাহায্যে তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।

জানা গেছে, বর্ধমান শহরের বাসিন্দা এক ব্যক্তি তাঁর ছেলের বিয়ের জন্য দুটি ম্যাট্রিমনি সাইটে টাকার বিনিময়ে প্রোফাইল আপলোড করেন। সেই প্রোফাইল দেখে ইশাবেলা নামে এক মহিলা ওই যুবকের সঙ্গে ফোন এবং হোয়াটস্‌ অ্যাপের মাধ্যমে যোগাযোগ শুরু করেন। ইশাবেলা নিজেকে লন্ডনের বাসিন্দা বলে পরিচয় দিয়ে ওই যুবকের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ান এবং বিয়ের প্রতিশ্রুতি দেন। তিনি ৫ জুন ভারতে আসবেন বলে যুবককে জানান।

এরপর ৫ জুন সকালে ইশাবেলা ওই যুবককে ফোনে জানান, তিনি দিল্লি পৌঁছেছেন। কিন্তু অতিরিক্ত লাগেজ ও কারেন্সি আনার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁকে জরিমানা করেছে এবং বিমানবন্দরে তাঁকে আটকে রাখা হয়েছে। এরপর ইশাবেলা একটি অ্যাকাউন্ট নম্বর দিয়ে সেই অ্যাকাউন্টে ৩৮ হাজার ৫০০ টাকা জরিমানার টাকা জমা করতে বলেন যুবককে। সেই টাকা দ্রুত জমা করে দেন ওই যুবকের পরিবার। কিছুক্ষণ পর অন্য বাহানা দিয়ে আরও ২৫ হাজার টাকা জমা করতে বলেন ওই মহিলা। সেই টাকাও দ্রুত জমা করে দেন ওই যুবকের পরিবার। এরপর ওই অ্যাকাউন্টে আরও ৯৮ হাজার টাকা জমা করতে বললে সন্দেহ হওয়ায় ওই মহিলাকে তাঁর বিমান টিকিট এবং বোর্ডিং পাস হোয়াটস্‌ অ্যাপের মাধ্যমে পাঠাতে বলেন যুবকের পরিবার। পাশাপাশি ইশাবেলার অবস্থান জানতে ভিডিও কলও করতে বলেন যুবকের পরিবার।

এরপর ইশাবেলা তাঁকে অযথা সন্দেহ করা হচ্ছে বলে ভিডিও কল করতে অস্বীকার করেন এবং ফোন বন্ধ করে দেন। প্রতারিত যুবকের পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট ম্যাট্রিমনি সাইটের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা কোন দায়িত্ব নিতে অস্বীকার করেন বলে অভিযোগ। এরপর প্রতারিত যুবকের পরিবার ইশাবেলা ও যে অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল সেই অ্যাকাউন্টের মালিকের বিরুদ্ধে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook