ভাইয়ের হাতে খুন হলেন দাদা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল বর্ধমানের সদরঘাট এলাকায়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত পিন্টু সরকার। মৃতের নাম দীপক সরকার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অভিযোগ, বুধবার সন্ধ্যায় মদ্যপ অবস্থায় দীপক সরকার তাঁর মাকে মারধর করেন এবং মেজ ভাইয়ের স্ত্রী এবং পুত্রকেও মারধর করেন। মেজ ভাই পিন্টুকে পরিবারের সদস্যরা খবর দিলে বাড়িতে এসেই পিন্টু দাদার হাতে থাকা লোহার শাবল কেড়ে নিয়ে দাদার মাথাতেই বসিয়ে দেন। ঘটনাস্থলে মৃত্যু হয় দীপকের।
মৃতের মা কণিকা সরকারের অভিযোগ, তাঁদের বড় ছেলে প্রায়ই মদ্যপ অবস্থায় তাঁদের মারধর করত। এদিনও মেজ ছেলের স্ত্রী এবং পুত্রকে মারধর করে। এমনকি শাবল দিয়ে আঘাত করতে যায়, তখনই মেজ ছেলে বাড়ি ফিরে এসেই দাদাকে শাবল দিয়ে মাথায় আঘাত করে। ঘটনার পর থেকে পলাতক পিন্টু।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?