কালনায় চেনম্যান সন্দেহে এক যুবককে আটক করল পুলিশ। রবিবার দুপুরে কালনার কাঁকুড়িয়া থেকে ওই যুবককে আটক করে কালনা থানার পুলিশ। তাঁর বাইকে একটি নাইলনের ব্যাগ থেকে লোহার রড ও চেন পাওয়া গেছে বলে দাবি পুলিশের। ধৃতের নাম কামরুজ্জামান সরকার। আদি বাড়ি মুর্শিদাবাদ হলেও তিনি বর্তমানে পূর্ব বর্ধমানর সমুদ্রগড়ে থাকতেন। বাড়িতে তিন সন্তান ও স্ত্রী রয়েছেন বলে জানা গেছে।

পূর্ব বর্ধমানের কালনা ও মেমারির বিভিন্ন এলাকায় গত কয়েক মাসে গলায় চেন পেঁচিয়ে এগারো মহিলাকে খুনের চেষ্টা হয়। তার মধ্যে পাঁচ মহিলার মৃত্যু হয়। এই সিরিয়াল কিলিংয়ের ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে কালনার বিভিন্ন এলাকায়। ধৃত যুবক সেই কাজে জড়িত কিনা খতিয়ে দেখছে কালনা থানার পুলিশ। জেরায় সে খুনের কথা শিকার করেছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, চেন দিয়ে গলা পেঁচিয়ে লোহার রড দিয়ে মহিলাদের খুন করতো বলে পুলিশের কাছে স্বীকার করেছে ধৃত যুবক। এক মহিলার কাছ থেকে মানসিক আঘাত পেয়েই ওই যুবক এই রাস্তা বেছে নিয়েছিলেন বলে দীর্ঘ জেরার পর ধারণা পুলিশের।

জানা গেছে, চেনম্যানের হানা দেওয়া বিভিন্ন জায়গার আশপাশে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সন্দেহজনক এক ব্যক্তির ছবি পায় পুলিশ। ধোপদুরস্ত পোষাক, লাল বাইক, মাথায় হেলমেট এবং বাইকের পিছনে ঝুলন্ত নাইলেনর ব্যাগ নিয়ে যাওয়া এক ব্যক্তির ছবি মেলে বিভিন্ন ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভির ফুটেজ থেকে। সেই ছবি দেখানো হয় পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের। রবিবার দুপুরে ওইরকমই এক ব্যক্তিকে বাইকে যেতে দেখে সিভিক পুলিশ ধাওয়া করে তাঁকে ধরে।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook