বোর্ডের মেয়াদ শেষ হওয়ার আগে মাত্র কয়েকজন ঠিকা কর্মীর বেতন বাড়িয়ে দেওয়া নিয়ে বর্ধমান পৌরসভায় অচলাবস্থা অব্যাহত। মঙ্গলবারের পর বুধবারও অস্থায়ী কর্মীদের বিক্ষোভ চলছে। পৌরসভার হাজার খানেক অস্থায়ী কর্মী তাঁদের বেতন বৃদ্ধির দাবিতে মঙ্গলবার বিক্ষোভ শুরু করেন। তাঁদের অভিযোগ গত ৬ মাস আগে মাত্র ১৪ জন অস্থায়ী পৌরকর্মীর বেতন দু’হাজার টাকা বাড়িয়ে দেওয়া হয়। গোটা বিষয়টি গোপন রাখা হয়। এতদিন তাঁরা জানতেন না তাঁদের ১৪ জন সহকর্মীর বেতন বাড়ানো হয়েছে। তাঁরা প্রত্যেকেই পৌরসভার অস্থায়ী কর্মী।

উল্লেখ্য, গত ৬ মাস আগে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বর্ধমান পৌরসভার বোর্ড ভেঙে দেওয়া হয়। বর্তমানে প্রশাসক পৌরসভা পরিচালনার দায়িত্বে রয়েছেন। ক্ষুব্ধ অস্থায়ী কর্মীদের দাবি, গোটা বিষয়টির মিমাংসা না হওয়া পর্যন্ত তাঁরা কাজে যোগ দেবেন না। তাঁরা বিক্ষোভ চালিয়ে যাবেন। যদিও এদিন পৌরসভার পক্ষ থেকে বলা হয় গোটা বিষয়টি বর্ধমান উত্তর মহকুমাশাসককে জানানো হয়েছে। তিনিই সিদ্ধান্ত নেবেন।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?


Like Us On Facebook