নিছক খেলার ছলে ‘কু ঝিক ঝিক’ করে স্টেশনে দাঁড়ানো কোন এক আজানা ট্রেনে উঠে পড়ে ছোট্ট এক রত্তি মেয়েটি। তার পর কল্পনার খেলা বাস্তব রূপ নেয়। কু ঝিক ঝিক ট্রেন সোজা এসে দাঁড়ায় অন্ডাল স্টেশনে। তখন চেনা মেয়ের সব অচেনা লাগে। মধ্য রাতের নিশুতি আবহাওয়া রেল স্টেশনে। মা-বাবা বাড়ির কাউকে দেখতে না পেয়ে এক রত্তি মেয়েটির কান্নার শব্দ গিয়ে পৌঁছয় রেল পুলিশের কানে। এমনই এক ঘটনা ঘটেছে অন্ডাল রেল স্টেশনে।
বৃহস্পতিবার মধ্যরাতে অন্ডাল স্টেশনে রেল পুলিশ এক অজ্ঞাত পরিচয় ছোট্ট মেয়েকে রেল স্টেশনে কাঁদতে দেখে তাকে তুলে নেয় নিজেদের কোলে। বাবা-মা বাড়ির পরিচয় কিছু বলতে পারে নি ওই মেয়ে টি। শুধু বাড়ির ঠিকানা বলতে ঘটিকাপুর বলে জানায়। আর বলে, তার বাড়ির সামনে রেল স্টেশন আছে। রেল পুলিশ মধ্য রাতে নাবালিকাটিকে উদ্ধার করে সাময়িক রাখার জন্য স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দেয়। রেল পুলিশ ছোট্ট নিখোঁজ মেয়েটিকে তার পরিবারের হাতে তুলে দিতে অজানা সেই ঘটিকাপুরের সন্ধানে জোর তৎপরতা শুরু করেছে বলে জানা গেছে।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?