বৃহস্পতিবার খণ্ডঘোষের উখরিদে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমুল প্রার্থী শ্যামল সাঁতরার সমর্থনে সভা করেন অভিষেক ব্যানার্জী। এদিনের সভা থেকে বাঁকুড়ায় নরেন্দ্র মোদির সভাকে ফ্লপ সভা বলে কটাক্ষ করেন এবং বলেন, ‘এক লক্ষ লোকের মাঠে ৪-৫ হাজার লোক হয়েছে।’ যেটুকু ভীড় হয়েছে তাও আবার হেলিকপ্টার দেখতে।’ যদিও এদিন অভিষেকের সভাতে কার্যত সেরকম কোন ভীড় চোখে পড়েনি।
পাশাপাশি রবীন্দ্র জয়ন্তীর সকালে সভা করা নিয়েও নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বলেন, ‘তৃণমুল কর্মীরা যখন রবীন্দ্র জয়ন্তী পালন করছে তখন রবীন্দ্রনাথের কথা বিজেপি কর্মীরা না বলে জয় শ্রীরাম ও মোদি-মোদি করতে করতে সভায় যাচ্ছে।’
পাশাপাশি তিনি বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে আক্রমণ করে বলেন, ‘মমতা ব্যানার্জীর উদারতার জন্যই তিনি সাংসদ হয়েছিলেন। আর তিনি যখন বুঝলেন তার চুরি ধরা পড়ে গেছে, তৃণমুল তাকে শ্রীঘরে পাঠাবে, ভোটে দাঁড় করাবে না। তখন বিজেপির ছাতার তলায় আশ্রয় নিল।’ এদিনের সভা থেকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমুল প্রার্থীকে জেতানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তৃণমূল কংগ্রেসের সরকার দিল্লিতে এলে ৭ দিনের মধ্যে মানুষের সাথে যারা গদ্দারি করেছে তাদের বিরুদ্ধে যোগ্য ব্যবস্থা নেওয়া হবে।’
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?