বিজেপিকে ভোট দেওয়ার অজুহাতে এক ব্যক্তির বাড়ি ভাঙচুরের অভিযোগ প্রাক্তন কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের বাবুরবাগ এলাকায়। আক্রান্ত মানস ব্যানার্জীর অভিযোগ, তাঁর দোকানে ১ লক্ষ টাকার উপর বাকিতে জিনিস নিয়েছেন প্রাক্তন কাউন্সিলর বসির আহমেদ। সেই টাকা চাওয়া নিয়ে গোলমালের সূত্রপাত। তিনি বিজেপিকে ভোট দিয়েছেন এই অজুহাতে তাঁর বাড়ি ও মোটর সাইকেল ভাঙচুর করা হয়। মঙ্গলবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় পুলিশ-জনতা সংঘর্ষের ঘটনাও ঘটে।
তৃণমূল কর্মীদের অভিযোগ, এলাকায় এসে মারধর শুরু করে বর্ধমান থানার পুলিশ। এই ঘটনার পরে স্থানীয় তৃণমূল কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন এলাকার কাউন্সিলর বসির আহমেদ। পুলিশ তাকেও মারধর করে বলে অভিযোগ। সংঘর্ষে একজন পুলিশকর্মীও আহত হন। অন্যদিকে মানস ব্যানার্জীর বাড়ি ও মোটরবাইক ভাঙচুর নিয়ে বসির অনুগামীদের দাবি, সে নিজেই তার গাড়ি ও বাড়ি ভাঙচুর করেছে। সেও তৃণমূল সমর্থক। এলাকায় গোষ্ঠীদ্বন্দ্ব দেখিয়ে কাউন্সিলারের বিরুদ্ধে অভিযোগ এনে তিনি যাতে আগামী পৌরসভা ভোটে টিকিট না পান সেই ব্যবস্থা করতেই মানস ব্যানার্জী নিজেই নিজের গাড়ি ও বাড়ি ভাঙচুর করেছে বলে অভিযোগ কাউন্সিলরের অনুগামীদের। ঘটনায় পুলিশ আটজনকে গ্রেফতার করেছে।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?