মাধ্যমিকের প্রথম দিন নির্বিঘ্নে শেষ হল। প্রথমদিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা ছিল। পরীক্ষা নিয়ে কোন গন্ডগোলের খবর পাওয়া যায় নি। কেবল মাত্র দুর্গাপুরের বেনাচিতির নেতাজী বিদ্যালয়ের পুজা রজক নামের এক ছাত্রী অসুস্থ হয়ে পড়লে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরীক্ষা দেয় বলে মহকুমা প্রশাসন সূত্রে জানা গেছে। পরীক্ষা নিয়ে যাতে কোন বিশৃঙ্খলা না হয় সেই জন্য মহকুমা প্রশাসনের পক্ষ থেকে কড়া পুলিশি ব্যবস্থা নেওয়া হয়। প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার কথা জানান দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা।

পরীক্ষার্থীদের সুবিধার্থে দুর্গাপুরের বিভিন্ন জায়গায় সহায়তা কেন্দ্র খোলা হয় এবং পরীক্ষার্থীদের পানীয় জলের বোতল ও পেন উপহার দেওয়া হয়। এছাড়াও অভিভাবকদের বসার জন্য বিভিন্ন স্কুলের সামনে প্যান্ডেল তৈরি করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।

বুধবার আসানসোলের সেন্ট জেসপ হাইস্কুলের পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের প্রবেশের সময় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে পরীক্ষার্থীদের হাতে ফুল ও পেন তুলে দেন পুলিশ কমিশনার লক্ষ্মী নারায়ন মীনা।