.

রবিবার বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় প্রচার চালালেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। এদিন শহরের তেঁতুলতলা বাজার এলাকায় প্রচারে বেরিয়ে জমাটি আড্ডা জমান ক্রেতা থেকে বিক্রেতা সবার সঙ্গেই। প্রচারের সমগ্র সময় জুড়েই প্রার্থীর হাতে ছিল পদ্মফুল। প্রচার শেষে চায়ের দোকানে চায়ের সাথে চর্চায় মশগুল হলেন আলুওয়ালিয়া। এদিন তাঁর সঙ্গে ছিলেন বিজেপির পূর্ব বর্ধমান জেলা সভাপতি সন্দীপ নন্দী ও সদ্য দলে যোগ দেওয়া বর্ধমান পুরসভার প্রাক্তন বাম চেয়ারম্যান আইনুল হক সহ বিজেপির অন্যান্য নেতা-কর্মীরা।

Like Us On Facebook