কেতুগ্রামের কাছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গাড়িতে ট্র্যাকটরের ধাক্কায় গুরুতর জখম হলেন কলা বিভাগের ডিন অধ্যাপক রমেন কুমার সর, কলেজ সমূহের আইসি সুজিত চৌধুরী সহ অন্যান্যরা। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় কেতুগ্রাম থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিশ্ববিদ্যালয়ের একটি টিম কলেজ পরিদর্শনে কেতুগ্রামের দিকে যাচ্ছিলেন। কেতুগ্রাম ঢোকার মুখে উল্টোদিক থেকে আসা একটি ট্র্যাকটর নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে ধাক্কা মারলে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। গাড়ীর আরোহীরা সকলেই অল্পবিস্তর চোট পান। খবর পেয়ে কেতুগ্রাম থানর পুলিশ ও স্থানীয় মানুষজন আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সকলকেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পুলিশ ট্র্যাকটরটিকে আটক করেছে।
Like Us On Facebook