.

বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের এসইউসিআই প্রার্থী সুচেতা কুণ্ডুর প্রচার বর্ধমান শহরে। বুধবার দুপুরে প্রার্থী সুচেতা কুণ্ডুর সমর্থনে এসইউসিআই কর্মী-সমর্থকরা বর্ধমানের কোর্ট চত্বরে প্রচার চালান। এরপর এক প্রচার মিছিলের আয়োজন করা হয়। টাউন হল থেকে প্রার্থী সুচেতা কুণ্ডুকে নিয়ে এসইউসিআই কর্মী-সমর্থকরা কার্জন গেট হয়ে বড়বাজার পর্যন্ত মিছিল করেন। এই মিছিলের মাধ্যমে এদিন এসইউসিআই প্রার্থী বর্ধমান শহরে প্রচার সারলেন।

দুই বর্ধমান জেলার খবরে আপডেটেড থাকতে আপনার ফেসবুকে ‘See First’ অ্যাক্টিভেট করুন

Like Us On Facebook