.
উদ্দেশ্যপ্রণেদিত ভাবে আয়কর বিভাগের আধিকারিকদের ব্যবহার করছে বিজেপি। বুধবার এই অভিযোগ করে বর্ধমান আয়কর বিভাগের সামনে বিক্ষোভ দেখালেন পূূর্ব বর্ধমান জেলা যুব কংগ্রেসের কর্মী-সমর্থকরা। বিক্ষোভ থেকে মোদী হটাও, দেশ বাঁচাও স্লোগান তোলেন কংগ্রেস কর্মী-সমর্থকরা। যুব কংগ্রেস নেতা গৌরব সমাদ্দার জানান, কেন্দ্রের বিজেপি সরকার বিরোধীদের অপদস্থ করার জন্য বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সীগুলিকে নির্লজ্জের মতো ব্যবহার করছে। তারই প্রতিবাদে তাঁদের এই কর্মসূচী। আগামী দিনে তাঁরা আরও বড় কর্মসূচিতে নামবেন।
দুই বর্ধমান জেলার খবরে আপডেটেড থাকতে আপনার ফেসবুকে ‘See First’ অ্যাক্টিভেট করুন
Like Us On Facebook