বর্ধমানে ভোট প্রচারে নেমে অস্বস্তিতে পড়লেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। বর্ধমান আদালত চত্বরে ভোট চাইতে গিয়ে তাঁকে শুনতে হল ভোট শেষ হওয়ার পর আপনাকে পাওয়া যাবে তো? দার্জিলিংয়ের সাংসদ হয়েও দার্জিলিংয়ে অশান্তির সময় তাঁকে না পাওয়ার অভিযোগ থেকেই এই অপ্রিয় প্রশ্ন বলে জানা গেছে।

দার্জিলিংয়ে না থাকা প্রসঙ্গে সুরিন্দর সিং আলুওয়ালিয়া বলেন, ‘আমি দার্জিলিংয়ের লোক নই। দার্জিলিংয়ে আর ভোটে দাঁড়াব না সেকথাও দলকে আগেই জানিয়ে দিয়েছিলাম। দার্জিলিংয়ে যখন গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলন চলছিল। আমি না থাকাতেই আমার বিরুদ্ধে সেই অশান্তিতে ইন্ধন জোগানোর অভিযোগ তুলছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে গেলে অশান্তি বাড়লে সেই অভিযোগ জোরদার হত। তাই তখন সেখানে থাকা সম্ভব হয়নি।’

দুই বর্ধমান জেলার খবরে আপডেটেড থাকতে আপনার ফেসবুকে ‘See First’ অ্যাক্টিভেট করুন

Like Us On Facebook