সকল স্তরের ভোটারদের ভোটদান সুনিশ্চিত করতে নানাবিধ কর্মসূচী গ্রহণ করেছে পূর্ব বর্ধমান জেলা নির্বাচন দফতর। ১৮ বছরের সদ্য ভোটার থেকে একবারে প্রবীণ ভোটারদের উদ্বুদ্ধ করা হচ্ছে ভোট দেওয়ার জন্য। সোমবার জেলা নির্বাচন দফতর থেকে জানানো হয়েছে এবার জেলায় শতায়ু ভোটার মোট ১১৭ জন, যারা এই লোকসভা ভোটে ভোট দেবেন।
বিধানসভা ভিত্তিক দেখলে সংখ্যাটা এইরকম – খন্ডঘোষ বিধান সভায় ১০০ বছরের উর্দ্ধের ভোটার রয়েছেন ৫ জন। বর্ধমান দক্ষিণে ৩ জন, রায়নায় ৫ জন, জামালপুরে ১০ জন, মন্তেশ্বরে ২ জন, কালনায় ১৪ জন, মেমারিতে ২ জন, বর্ধমান উত্তরে ৮ জন, ভাতাড়ে ৪ জন,পূর্বস্থলী দক্ষিণে ২০ জন, পূর্বস্থলী উত্তরে ১০ জন, কাটোয়ায় ১২ জন, কেতুগ্রামে ৩ জন, মঙ্গলকোটে ৫ জন, আউশগ্রামে ৭ জন ও গলসিতে মোট ৭ জন ১০০ বছরের উর্দ্ধের ভোটার আছেন।
দুই বর্ধমান জেলার খবরে আপডেটেড থাকতে আপনার ফেসবুকে ‘See First’ অ্যাক্টিভেট করুন