মঙ্গলবার আবার হাতি ঢুকল দুর্গাপুরে। দামোদর পেরিয়ে হাতিটি অণ্ডালের মদনপুর-কুলডাঙ্গা-রাণীগঞ্জ হয়ে বক্তারনগর জঙ্গলে ঢুকে পড়ে। ফের হাতির আগমনে ত্রাহি ত্রাহি রব গোটা অণ্ডাল-রাণিগঞ্জ ব্লকে। গত সপ্তাহে তিনটি হাতির তাণ্ডবে গোটা দুর্গাপুর তটস্থ ছিল। হাতির আক্রমণে ২ জন মারা যায়। পরে হাতিগুলি বাঁকুড়া ও আউসগ্রামের দিকে চলে যায়।
মঙ্গলবার সকালে ফের একটি দাঁতাল হাতির দেখা মিলল অণ্ডালে। হাতি চলছে আপন মনে আর পিছন পিছন ছুটছে মানুষ। কখন কখন দাঁড়িয়ে শুঁড় দিয়ে ধুলো উড়িয়ে যেন বিরক্তি প্রকাশ করছে আবার আপন মনে জঙ্গল থেকে জঙ্গলে ঘুরছে। মঙ্গলবার অণ্ডালের মানুষ এভাবেই দিনভর হাতির পিছন পিছন ঘুরে বেড়ালো।