৫ ফেব্রুয়ারি রাতে আসানসোলের নিয়ামতপুরে ব্যবসায়ীর উপর দুষ্কৃতী হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সিরাজ খান।সিরাজ নিয়ামতপুরের আজাদ মহল্লার বাসিন্দা। কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে নিয়ামতপুর থেকে তাকে গ্রেফতার করে। প্রসঙ্গত গত ৫ ফেব্রুয়ারি রাতে কুলটি থানার নিয়ামতপুরে শিবশঙ্কর ঘেড়িয়া নামে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি ছোঁড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ওই ব্যবসায়ী প্রাণে বেঁচে যান। এরপর দুষ্কৃতীরা বন্দুকের বাঁট দিয়ে ব্যবসায়ীর মাথায় আঘাত করলে গুরুতর আহত হন ওই ব্যবসায়ী। তদন্তে নেমে পুলিশ রবিবার রাতে একজনকে গ্রেফতার করল। পুলিশ সুত্রে খবর ধৃত জেরায় ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। ওই ঘটনায় জড়িত অন্য দুষ্কৃতীর খোঁজে পুলিশ হন্যে হয়ে ঘুরছে।