রাজ্য সরকারের মদের ঢালাও লাইসেন্স প্রদান ও সমাজে তার কুপ্রভাবকে হাতিয়ার করে লোকসভা ভোটের প্রাক্কালে শুক্রবার বর্ধমান-দুর্গাপুর-আসানসোল সহ রাজ্য জুড়ে পথে নামল এসইউসিআই কর্মীরা। শুক্রবার দুর্গাপুরে দলের কর্মীরা বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের এবারের প্রার্থী সুচেতা কুন্ডুকে নিয়ে সিটি সেন্টারের বাস স্ট্যান্ড থেকে মিছিল করে দুর্গাপুর মহকুমা কার্যালয়ের সামনে জড়ো হয় এবং মদ নয় চাকরি চাই এই দাবিতে সরব হয়। এদিন বর্ধমান ও আসানসোলেও এসইউসিআই কর্মীরা মদ নিষিদ্ধ করার দাবিতে মিছিল করেন। এদিন এসইউসিআই কর্মীরা জেলাশাসক ও আবগারি দফতরের সামনে বিক্ষোভ দেখান এবং স্মারকলিপি জমা দেন।
বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের এসইউসিআই প্রার্থী সুচেতা কুন্ডু বলেন, ‘যেখানে বিহার, মিজোরাম মদ নিষিদ্ধ করেছে সেখানে পশ্চিমবঙ্গে মদের ঢালাও লাইসেন্স দিচ্ছে সরকার। ফলে রাজ্য নানা ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে চলেছে। আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে প্রতিদিন। সুপ্রিম কোর্টের নির্দেশ জাতীয় সড়ক থেকে পাঁচশ মিটারের মধ্যে মদের দোকানের লাইসেন্স দেওয়ার নিয়ম নেই। কিন্তু সেই নির্দেশকে তোয়াক্কা না করেই ঢালাও লাইসেন্স দিচ্ছে সরকার। অথচ শিক্ষা, খাদ্য ও চাকরির ক্ষেত্রে সরকার উদাসীন।’ সুচেতাদেবীর দাবি, অবিলম্বে সরকারকে রাজ্যে মদ নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বর্ধমান-দুর্গাপুর আসনে যেখানে বেশিরভাগ এলাকায় গ্রাম ও শহরের মেলবন্ধন রয়েছে। সেখানে মদের কুপ্রভাবে অনেক সংসার ভেঙে গেছে। পুলিশের উদাসীনতা নিয়ে বিভিন্ন মহিলা একত্রিত হয়ে মদের বিরুদ্ধে আন্দোলন করছেন। যদিও রাজনৈতিক মহল মনে করছেন এসইউসিআই এবার মদকে ইস্যু করে ভোটারদের মন জয় করার চেষ্টা করে ভোট-বাক্সে থাবা বসাতে চায়।