.
শুক্রবার সপ্তদশ লোকসভা নির্বাচনে তাঁদের প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট। বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে সিপিআইএম প্রার্থী আভাস রায় চৌধুরী ও বর্ধমান পূর্বের সিপিআইএম প্রার্থী ঈশ্বরচন্দ্র দাস। প্রার্থী পদ ঘোষণার পরই ভাতাড়, বলগোনা ও কাটোয়ায় মিছিল করে বাম কর্মী-সমর্থকরা। কৃষি ও শিল্পের সহাবস্থানের মধ্যে দিয়ে বেকার যুবক-যুবতীদের চাকরি, কৃষকের জীবনের মান্নোয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাই মূল ইস্যু বলে জানিয়েছেন প্রার্থীরা। ধর্মের জিগির তোলা বিজেপি ও দূর্নীতিগ্রস্ত তৃণমূলকে পরাস্ত করে তারা বিপুল ভোটে জিতবেন বলেই দুজনেই আশাবাদী।
Like Us On Facebook