তৃণমূলের রায়ান ১ নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রিনু দে’র বাড়ি ভাঙচুরের অভিযোগে দুই বিজেপি কর্মীকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ।অভিযোগ ধৃত সুরজিৎ হাজরা চৌধুরী ও রাহুল ঘোষের নেতৃত্বে একদল বিজেপি কর্মী বুধবার গভীর রাতে অতর্কিতভাবে আক্রমণ চালায় রিনু দে-র বাড়িতে। ভাঙচুর করা হয় বাড়ির দরজা জানালা। তার পরিপেক্ষিতে রিনু দে-র করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁদের গ্রেফতার করে। ধৃতদের এদিন বর্ধমান আদালতে তোলা হয়।
এদিকে, দুই বিজেপি কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে বর্ধমান থানায় ও আদালত চত্বরে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীদের অভিযোগ, ‘নির্বাচনী প্রচার শুরু হতেই শাসকদলের পক্ষ থেকে পরিকল্পিত ভাবে আক্রমাণ করা হচ্ছে। তারই ফলস্বরূপ বুধবার রাতে ২৮নং জেলাপরিষদের নাড়ী গ্রামের বিজেপি যুব মোর্চার সহ-সভাপতি সুরজিৎ হাজরা চৌধুরী ও পার্টী সদস্য রাহুল ঘোষকে মিথ্যা অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে।