আসন্ন লোকসভা ভোটে নিজ নিজ এলাকায় দলকে জেতাতে না পারলে দলের নেতা-কর্মীদের পদ হারানোর হুঁশিয়ারি দিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মন্ত্রী স্বপন দেবনাথ। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের হাটগোবিন্দপুর বননবগ্রাম ফুটবল ময়দানে বর্ধমান ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনে তিনি উপস্থিত ছিলেন।
এদিন স্বপনবাবু দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের এই ব্লকে ৯টি পঞ্চায়েত ও ১৩৬ টি বুথ আছে। ৯ টি অঞ্চলের প্রধান,পঞ্চায়েত সমিতির সভাপতি, বিধায়ক আমাদের। এলাকায় জিততে পারলে পদে থাকবেন না হলে থাকার কোনো অধিকার নেই। পাড়ায় পাড়ায় মোড়ল আছে, বুথ সভাপতি আছে। ১৩৬ টি বুথেই জিততে হবে। কিভাবে জিতবেন জানি না। জিততে হবে না হলে থাকতে পারবেন না। মোড়লী করবেন, পঞ্চায়েত চালাবেন, সবকিছু করবেন আর ভোটে জিতবে না – ওই রকম মোড়ল আর রাখবো না। পূর্ব বর্ধমান জেলা থেকে দুটি সিট যদি দলকে দিতে না পারি তাহলে আমার মন্ত্রী থেকে কি লাভ? জেলার দলীয় সভাপতির পদ থেকে পদত্যাগ করা উচিত আমার। গত পঞ্চায়েত ভোটে জিতেছি। কিন্তু বিধানসভায় জিততে পারেনি।