অন্ডালের ভাদুর গ্রামে কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় ওএনজিসি সংস্থার সিএসআর প্রকল্পের টাকায় স্থানীয় মানুষের জন্য অন্ধকার রাস্তায় সৌরবাতির ব্যবস্থা করেছিলেন। ৪ মার্চ রাতের অন্ধকারে দুষ্কৃতীরা সেই সৌরবিদ্যুৎ চালিত বাতিস্তম্ভ উপড়ে ফেলে দেয়। এই ঘটনায় ক্ষুব্ধ কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় টুইট করলেন।
বাবুল টুইট করে লেখেন, ‘আমি সাংসদ কোটায় বছরে ৫ কোটি টাকা পাই আমার এলাকার উন্নয়নের জন্য। এটা খুব অল্প টাকা। তাই বিভিন্ন সংস্থার সিএসআর ফান্ডের টাকায় এলাকায় কিছু উন্নয়নের কাজ করেছি। সৌর চালিত আলোক স্তম্ভ যে ভাবে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা উপড়ে ফেলে দিয়েছে তাতে মুখ্যমন্ত্রী ও তাঁর দলবলকে মানুষ কখনও ক্ষমা করবে না।’ যদিও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বাবুলের এই অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা অভিযোগে বলেন, ‘নিজেরা বাতিস্তম্ভ উপড়ে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ চাপাচ্ছে।’