মঙ্গলবার দুপুরে ক্ষণিকের জন্য দুর্গাপুর ছুঁয়ে ঝাড়খণ্ড রওনা দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ঝাড়খণ্ডের গোড্ডা জেলায় বিজেপির এক সাংগঠনিক সভায় যোগ দিতে মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ দিল্লি থেকে বিশেষ বিমানে করে অন্ডালের কাজী নজরুল ইসলাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামেন।
মিনিট দশেক এয়ারপোর্টে থেকে ফের গন্তব্যের উদ্দেশ্য রওনা দেন অমিত শাহ। এয়ারপোর্টের কর্মকর্তারা বিজেপি সভাপতিকে উষ্ণ অভ্যর্থনা জানান। পশ্চিম বর্ধমান জেলার বিজেপি সভাপতি লক্ষণ ঘড়ুই ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে অভ্যর্থনা জানাতে এয়ারপোর্টে যান। লক্ষণ ঘড়ুই বলেন, ‘আমি অমিতজীকে বিজয় সংকল্প যাত্রা নিয়ে শাসক দল ও পুলিশের ভূমিকা নিয়ে বিস্তারিত জানালাম।’
Like Us On Facebook