আদিবাসী যুবতীকে গণধর্ষণের অভিযোগ তুলে দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তির দাবিতে সশস্ত্র অবস্থায় থানা ঘেরাও করল আদিবাসীরা। সোমবার পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানা ঘেরাও করে দোষীদের ফাঁসির দাবিতে ভারত জাকাত মাঝি পরগনার সমর্থকরা বিক্ষোভ দেখান। ধর্ষণের ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্তদের মধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে বাকি অভিযুক্তরা এখনও অধরা।
এদিন দুপুরে জিয়াড়া গ্রাম থেকে আদিবাসী সম্প্রদায়ের লোকজন প্রায় দেড় কিলোমিটার রাস্তা মিছিল করে এসে দেওয়ানদিঘি থানায় বিক্ষোভ দেখান ও থানা ঘেরাও করেন। তাঁদের অভিযোগ, এক যুবতীকে গণধর্ষণ করা হয়। পুলিশ দু’জনকে গ্রেফতার করলেও এই ঘটনার সঙ্গে মোট চারজন যুবক যুক্ত। তাদের অবিলম্বে গ্রেফতার করার দাবি তোলেন আদিবাসীরা।
Like Us On Facebook