একসাথে নিজেদের ওড়নায় বেঁধে রেল লাইনে যুগলের আত্মঘাতীর হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের ভেদিয়ায়। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে বর্ধমান-রামপুরহাট লুপলাইনের ভেদিয়া এবং পিচকুড়ি স্টেশনের মাঝে শিয়ালদহ-রামপুরহাট আপ গয়া প্যাসেঞ্জারের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন ওই দুই তরুণ-তরুণী। যুবকের নাম সোমনাথ বাগদি (১৮) এবং যুবতীর নাম রেশমা খাতুন(১৮)। দুজনের বাড়িই আউশগ্রামের বিষ্ণুপুরে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, মৃতদেহ দুটি পাশাপাশি পড়ে ছিল। একটি ওড়না দিয়ে দুজনের দেহ বাঁধা অবস্থায় ছিল। সম্ভবত প্রেমঘটিত কারণেই এই ঘটনা বলে স্থানীয়দের অনুমান। শুক্রবার সন্ধে থেকে তাঁরা নিখোঁজ ছিলেন। মৃত দুজনেরই বাড়ি আউসগ্রাম ২ নং ব্লকের অমরপুর অঞ্চলের বিষ্ণুপুর গ্রামে । সোমনাথের সঙ্গে রেশমার ভালবাসার সম্পর্ক গড়ে উঠেছিল বলে জানা গেছে। কর্মসূত্রে সোমনাথ ও তাঁর পরিবার এখন ভিন রাজ্যে থাকেন। কয়েক দিন আগে সোমনাথ নিজের বাড়ি ফেরেন। তাঁর প্রেমিকা রেশমা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। কি কারণে আত্মহত্যা তার তদন্ত শুরু করেছে পুলিশ।