সাত সকালে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে শ্যামসায়রের জল থেকে পোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল।প্রত্যক্ষদর্শীরা জানান হাসপাতালের বার্নওয়ার্ড থেকে অজ্ঞাত পরিচয় এক যুবক(৩৫) বেরিয়ে চলে যায় শ্যামসায়রের দিকে। শরীরের পোড়া জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে জলে ঝাঁপ দেয় বলে মনে করছেন স্থানীয়রা। স্থানীয় মানুষজন তাঁকে জল থেকে তোলেন। তার কিছুক্ষণ পরে সেখানেই তিনি মারা যান। বর্ধমান থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার নওয়াদার ঢাল স্টেশন থেকে জিআরপি অগ্নিদগ্ধ এক যুবককে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে ভর্তি করে। শনিবার রাত থেকে হঠাৎই সেই যুবক ওয়ার্ড থেকে নিখোঁজ হয়ে যান। হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি হাসপাতালের পুলিশ ক্যাম্প জানায়। এরপর রবিবার সকালে শ্যামসায়রের জলে ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়। কি ভাবে হাসপাতালের নিরাপত্তা বেষ্টনী পার হয়ে বার্নওয়ার্ড থেকে পোড়া রোগী বাইরে বেরিয়ে এল তা খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ।
———–