খাদ্য দফতরের পরীক্ষায় নকলে বাধা। পরীক্ষার হল থেকে প্রশ্নপত্র মোবাইলে ছবি তুলে বাইরে পাঠানোর প্রতিবাদ এবং ইনভিজিলেটরকে জানিয়ে দেওয়ায় আক্রান্ত পরীক্ষার্থী। পরীক্ষা দিয়ে বাইরে বের হওয়ার পরেই পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ। বর্ধমান শহরের বাবুরবাগ সিএমএস স্কুলের ঘটনা। গুরুতর জখম অবস্থায় পরীক্ষার্থী নবীন পাখিরা ভর্তি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। বর্ধমান থানায় অভিযোগ দায়ের হয়েছে।

জানা গেছে, রবিবার পিএসসি ফুড ইনসপেক্টরের পদে নিয়োগের জন্য পরীক্ষা নেয়। বর্ধমান শহরের খাজা আনোয়ার বেড়ের নবীন পাখিরার সিট পড়ে বর্ধমানের বাবুরবাগ সিএমএস হাইস্কুলে। পরীক্ষা চলাকালীন তিনি দেখেন অন্য এক পরীক্ষার্থী মোবাইলে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠাচ্ছেন। নবীনবাবু বিষয়টির প্রতিবাদ করেন এবং ইনভিজিলেটরকে জানিয়ে দেন। পরীক্ষা শেষ হওয়ার পর হলের বাইরে এসে ওই পরীক্ষার্থী নবীনবাবুকে ব্যাপক মারধর করেন বলে অভিযোগ। মারের চোটে নবীনবাবুর মাথা ফেটে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে হাসপাতালে আসেন নবীনবাবুর পরিবারের লোকজন। বর্ধমান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Like Us On Facebook