শনিবার প্রজাতন্ত্র দিবস। তার আগে নিরাপত্তা সুনিশ্চিত ও নাশকতা আটকাতে কুকুর নিয়ে পুলিশ অভিযান চালালো বর্ধমান শহরের বিভিন্ন শপিং মলে। শুক্রবার দিনভর পুলিশ কুকুর নিয়ে অভিযান চলে শপিং মলের পাশাপাশি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়।
প্রতিবারের মত এবারেও প্রজাতন্ত্র দিবসের আগে জেলার গুরুত্বপূর্ণ জনবহুল এলাকাগুলিতে কঠোর নজরদারী শুরু করেছে প্রশাসন। ৭০তম প্রজাতন্ত্রদিবস উপলক্ষে দুই বর্ধমান জেলার স্টেশন, বাসস্ট্যান্ড, শপিং মল সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে সকাল থেকেই পুলিশ কুকুর, মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হল। যেকোন ধরণের নাশকতা রুখতে দেশজুড়ে জারি হয়েছে সতর্কতা। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বিভিন্ন বাসস্ট্যাণ্ড, শপিং মল সহ জনবহুল এলাকাগুলি।
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বাংলা-ঝাড়খণ্ডের সীমান্তবর্তী ডুবুরডিহি চেকপোষ্টে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে চলছে নাকা চেকিং। ছোট থেকে বড় গাড়ি এবং ট্রাকগুলিতে তল্লাশি চালানো হচ্ছে কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশের নেতৃত্বে। যে কোন ধরণের নাশকতা রুখতে চৌরাঙ্গীর ফাঁড়ির আইসির উপস্থিতিতে তল্লাশি চালানো হচ্ছে ডুবুরডিহি চেকপোষ্টে। পাশাপাশি দুর্গাপুর ও আসানসোলের বিভিন্ন জায়গায় চলছে নজরদারি ও বিশেষ চেকিং।