গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুর রেল স্টেশনের ৩নং প্ল্যাটফর্ম থেকে পুলিশের বিশেষ অভিযানে বহু মূল্যের আফিম সহ ২ জন মহিলা ধরা পড়ল। ওই দুই মহিলার সঙ্গে একটি শিশুও রয়েছে। পুলিশ ধৃতদের স্টেশন সংলগ্ন কোকওভেন থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়।
জানা গেছে ধৃত দুই মহিলা বোলপুরের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে দিল্লি রাজধানী এক্সপ্রেসের টিকিট পাওয়া গেছে। পুলিশের প্রথমিক অনুমান ওই আফিম দিল্লিতে পাচার করা হচ্ছিল। পুলিশের চোখ এড়াতেই কোলে বাচ্ছা সহ মহিলাদের দিয়ে ওই কাজ করাচ্ছে কোন পাচার চক্র।
কোকওভন থানার ওসি শান্তনু অধিকারী বলেন, বাজেয়াপ্ত করা আফিমের স্থানীয় বাজার দর প্রায় দেড় লাখ টাকা।”