বর্ধমানের মিষ্টিহাবে ‘মিষ্টি উৎসব ২০১৯’-এর সূচনা হল বুধবার। উদ্বোধন করলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি শম্পা ধাড়া, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, জেলা পুলিশ সুপার ভাস্কর মুখার্জী সহ অন্যান্যরা।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বর্ধমানের উল্লাসে শুরু হয়েছিল মিষ্টিহাবের প্রথম পর্যায়ের পথ চলা। ইতিমধ্যেই শেষ হয়েছে দ্বিতীয় পর্যায়ের কাজও। এবার পালা বিপণনের সঠিক ব্যবস্থা করা। সেই লক্ষ্যে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে এই মিষ্টি উৎসবের আয়োজন করা হয়। অংশ নেয় মিষ্টিহাবের ২৫ টি দোকান। মিষ্টি উৎসবে হালফিলের বিভিন্ন মিষ্টির সঙ্গেই থাকছে মিহিদানা সীতাভোগ, রসগোল্লা, জলভরা সন্দেশ সবই। থাকছে বিভিন্ন ধরনের স্ন্যাকসও। পাশাপাশি মনোরঞ্জনের জন্য থাকছে বাউলগান ও বিভিন্ন ধরণের প্রতিযোগীতা। এমনকি মিষ্টিহাবকে ক্রেতাদের কাছে আকর্ষণীয় করে তুলতে থাকছে বিশেষ ছাড়। স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে মিলবে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। উৎসব চলবে ২২ জানুয়ারি পর্যন্ত।